Articles

পোলারাইজড সানগ্লাসের উপকারিতা
  • 22 February 2024
পোলারাইজড সানগ্লাসের উপকারিতা

পোলারাইজড সানগ্লাস গুলো বহু বছর ধরে ফিশারমেন ও নৌচালকদের কাছে জনপ্রিয় হয়ে আসছে কারণ জলের উপর প্রতিফলিত তীব্র সূর্যের রশ্নি কমাতে সহায়ক হয়ে থাকে। কিন্তু আজকাল আউটডোরে এর ব্যবহার অনেক বেশি প্রয়োজনীয় হয়ে পড়েছে।
বিশেষ করে স্কিয়ার, বাইকার ,গল্ফার এবং ড্রাইবিং এর জন্য।

তাছাড়া ইলেক্ট্রনিক্স ও মোবাইল ডিভাইস থেকে নির্গত ক্ষতিকর অতি বেগুনি রশ্নি থেকে পরিত্রানের জন্য পোলারাইজড সানগ্লাস গুলো প্রতিদিন ব্যবহার করা উচিত।

সার্জারি রোগীদের এবং লক্ষণগুলির মধ্য দিয়ে উজ্জ্বল আলোর মুখোমুখি থাকা কিছু হালকা সংবেদনশীল মানুষও অভ্যন্তরীণভাবে পোলারাইজড সানগ্লাস পরিধান করতে পারেন।

যেকোন সাধারণ লেন্সের চেয়ে পোলারাইজড লেন্স দিয়ে অধিকতর বেশি উজ্জ্বল ও মসৃন দেখতে সক্ষম।

Contact with Us

Copyright 2013-2024 © All Right Reserved. Dhaka Eye Care Hospital